মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত- ১
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা,উত্তর ২৪ পরগনাঃ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক শোরগোল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা ইলেকট্রিক অফিসের সামনে টাকি রোডের উপরে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ চৌরাশির বাসিন্দা ২৪ বছরের সঞ্জীব মন্ডল মধ্যগ্রামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। প্রতিদিনের ন্যায় এদিন রাতে কর্মস্থল থেকে সাইকেলে চেপে বেঁড়াচাপার দিক থেকে টাকি রোড ধরে বাদুড়িয়ার দক্ষিণ চৌরাশির দিকে যাচ্ছিল। সেই সময় বারাসাতের দিক থেকে বসিরহাটগামী একটি আইসক্রিম কোম্পানির ১০৭ গাড়ি তার পিছন দিক দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। আচমকাই গাড়িটির টায়ার ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সঞ্জীবের সাইকেলের পিছনে ধাক্কা মারে। সঞ্জীব ছিটকে গিয়ে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পড়ে যায়। তার মাথায় গুরুতর চোট লাগে। মাথা ফেটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় ব্যপক শোরগোল ছড়িয়ে পড়ে এলাকায়। ঘাতক গাড়িটি আটকে রেখে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার জেরে বেশ কিছু সময় টাকি রোডে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে যায়। চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় চৌরাশি এলাকায় নেমেছে শোকের ছায়া।








