অভিষেকের কথা রাখলেন মতুয়ারা
দাবদাহ, সুমিত মজুমদারঃ ২০২৩ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবাংলা জুড়ে বিরাট সাফল্য পেল বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস। এই সাফল্যের অনেকটাই ভাগীদার উত্তর ২৪ পরগনা জেলা সহ বিভিন্ন জেলার মতুয়া সম্প্রদায়েরা। উল্লেখ্য, ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিরাট সাফল্য দিয়েছিল মতুয়া সম্প্রদায়। কিন্তু এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মতুয়া গড়ে বিজেপিকে ধ্বংসে নামিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিশেষ করে গত ১১ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার চলাকালীন ঠাকুরনগরের মতুয়া আশ্রমে ব্যাপক লাঞ্ছিত হন তিনি, পাশাপাশি বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলনে অশ্লীলভাবে আক্রমণ করেন অভিষেককে। সেদিনই মছলন্দপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলপুর নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জনসভা থেকে অভিষেক মতুয়াদের উদ্দেশ্যে বিনীত আবেদন রাখেন যারা তাঁকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঞ্ছিত করেছেন; আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁদেরকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারই ফলস্বরূপ হিসেবে বনগাঁর ৩৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৩৫ টি তৃণমূল কংগ্রেস, বাগদা পঞ্চায়েত সমিতির ২৭টি আসনের মধ্যে ১৯ টি আসন তৃণমূল কংগ্রেস জিতে যায়। উল্লেখযোগ্যভাবে বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের বুথে পরাজিত হয় বিজেপি, এছাড়াও গাইঘাটা, হাবরা বিধানসভার মতুয়া অধ্যুষিত পঞ্চায়েতেও বিজেপির ভোট ব্যাংকে থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ফল আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জন্য অশনি সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।






