ভোটে বোমা ও গুলি ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথে কিছু দুষ্কৃতী সেখানে আসে পরপর চারটি বোমা ছোড়ে দুটি বোমা ফেটে যায় ঘটনাস্থলে আর বাকি বোমা পুলিশ উদ্ধার করেছে বলে জানা যায়। উল্লেখ্য, এই বুথের বাহিরে নির্দল প্রার্থীর এজেন্টরা বসেছিল। প্রার্থীর অভিযোগ শুধু বোমা নয় তিন রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। ঘটনার পর আসে মোহনপুর থানার পুলিশ। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল।
ভোটে বোমা ও গুলি ব্যারাকপুরে
96.5%






