প্রধানের দূর্নীতির পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, বৈশাখী সাহাঃ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বিদায়ী পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে লাগানো হয় পোস্টার। সকালবেলা ওই পোস্টার স্থানীয়দের নজরে আসে। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর -১ এর কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এমনই দৃশ্য ধরা পড়ে। বিদায়ী পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ নিয়োগীর নামে দুর্নীতির পোস্টার দেখা যায় এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। ওই পোস্টারে রয়েছে কল্যাণী রোডের বিভিন্ন হোটেল বার থেকে তোলাবাজি, পঞ্চায়েত সদস্যদের একাধিক ঘর পাইয়ে দেওয়া, পুকুর ভরাট করে বেআইনি ফ্ল্যাট নির্মাণ এর মতো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে অর্থ উপার্জনের অভিযোগ। এমনকি সামান্য কাঠমিস্ত্রি থেকে তিন কোটি টাকার বাড়ি নির্মাণ, এমনই সব চাঞ্চল্যকর তথ্য তুলে ওই পোস্টার দেওয়া হয়েছে। ঘটনায় বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে রবীন্দ্রনাথ নিয়োগী। সেই বিষয়ে জেটিয়া থানায় অভিযোগও দায়ের করেছেন বলে জানান তিনি। ঘটনাটিকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। পোস্টার প্রসঙ্গে বিদায়ী পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী জানান, তিনি ওই পোস্টার দেখেননি, তাই সেই বিষয়ে মন্তব্য পেশ করতে তিনি অনিচ্ছুক। তবে রাতের অন্ধকারে বিরোধী দলগুলোই এমন কাজ করছে। সামনে কিছু বলতে পারছে না, তাই অন্ধকারে চোরের মতন এমন কাজ করে বেড়াচ্ছে বলে দাবি তাঁর। অপরদিকে বিজেপি নেতা রুপক মিত্র এ প্রসঙ্গে বলেন, রবীন্দ্রনাথ নিয়োগীর নামে যারা পোস্টার দিয়েছে তারা নিশ্চিতভাবে তৃণমূলের একটা বড় অংশ। কারণ হিসেবে তিনি বলেন যে ঘটনাগুলো সবারই জানা যে, কিছুদিন আগে নমিনেশন জমা দেবার পর্বে রবীন্দ্রনাথ নিয়োগীর বিরোধী গোষ্ঠি যারা রয়েছে, তারাই নমিনেশন জমা দিয়েছিল। পরবর্তীতে কি কারনে তারা নমিনেশন প্রত্যাহার করেছে বা করেনি সে বিষয়ে সকলের মনে ধোঁয়াশা রয়ে গেছে। তারা শুধু জানে, তৃণমূলের একটা বড় অংশ নমিনেশন প্রত্যাহার করেছে। তৃণূলের যে গোষ্ঠি নমিনেশন তুলে নিয়েছে, স্বভাবতই তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। কারন তৃণমূলের অনেক পুরানো কর্মী হওয়া সত্ত্বেও এবারের পঞ্চায়েত নির্বাচনে তারা টিকিট পায়নি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলে মূলত রবীন্দ্রনাথ নিয়োগীর নামে ওই পোস্টারগুলো লাগানো হয়েছে বলে দাবি তাঁর। এদিকে পোস্টারে থাকা পুকুর বুজিয়ে ফ্ল্যাট প্রসঙ্গ তুলে তিনি বলেন, পোস্টারে উল্লেখিত ৫ বিঘা পুকুরের কথা একেবারেই বাস্তব। কারন সকলের চোখে দেখা ধাপা মোড় থেকে একটু এগিয়ে গেলে ডানদিকে রয়েছে আধা সামরিক বাহিনীর ক্যাম্প। তার উল্টোদিকের যে স্থানে বিশাল আকারের একটি ফ্ল্যাট নির্মাণ হচ্ছে, আগে সেইখানে আসলে পুকুর ছিল। যে পুকুরটি বুজিয়ে চলছে ফ্ল্যাট নির্মাণের কাজ। পুলিশ প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে। তাই প্রতিনিয়ত বিজেপি কর্মীদের বিভিন্ন রকম ভাবে হেরাজ করছে পুলিশ।







