নির্দল প্রার্থীর মিছিলের বহর দেখে গ্রাম স্তম্ভিত
দাবদাহ লাইভ, পটাশপুর, অক্ষয় কুমার গুচ্ছাইতঃ পঞ্চায়েত ভোট ২০২৩ প্রচারের শেষ লগ্নে গ্রামের মানুষের মিছিল। এই প্রচার পর্বে জম জমাট মিছিলের আয়োজন করেছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার অন্তর্গত চিস্তিপুর-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব পালপাড়া দক্ষিণ বুথের ৯৭ অংশের গ্রাম সভার নির্দল প্রার্থী মারিফা হোসেন এবং পঞ্চায়েত সমিতির ২১ নং আসনে প্রার্থী শেখ আবু তালেব। এই বুথে মোট ভোটার ১১৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৭০০ জন এবং মহিলা ভোটার প্রায় ৪৫০ জন। মিছিলে অংশ গ্রহণকারী ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল নজর কারার মত। প্রসঙ্গত উল্লেখ্য এই বুথে বিগত বছর গুলিতে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী ছিল আলবার্ট হোসেন। এবার কোনো এক অজানা কারণে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাননি আলবার্ট সাহেব। সেই কারণে নিজের স্ত্রীকে সাইকেল প্রতীকে নির্দল হিসাবে দাঁড় করিয়েছেন। আলবার্ট সাহেবের পরিবারের প্রতি গ্রামবাসীদের একটা আস্থা বা সফট কর্নার লক্ষ্য করা যায়। তাইতো দলমত নির্বিশেষে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিল মিছিলে। জেতার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী আলবার্ট সাহেবের পরিবার।








