দেগঙ্গায় বোমা বিস্ফোরণ কান্ডে তৃণমূল সমর্থক মৃত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ তৃনমূলের মিছিলে বোমা বিস্ফোরনে মৃত্যু হয় এক নাবালকের। ঘটনাটিকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যপক উত্তেজনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের সোয়াই স্বেতপুর পঞ্চায়েতের গাংআটি এলাকায় ঘটনাটি ঘটে। তৃণমূলের অভিযোগ এদিন তাদের মিছিলে বোমা গুলি চালিয়েছে সিপিআইএম ও আইএসএফ এর সমর্থকেরা। আর সেই বোমার আঘাতে মৃত্যু হয় একাদশ শ্রেণীতে পাঠরত ১৭ বছরের ইমরান হাসান নামে এক কিশোরের। উক্ত ঘটনায় এলাকায় ছড়ায় ব্যপক উত্তেজনা। ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। বোমা বিস্ফোরনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ধৃতরা সকলে সিপিআইএম এর সমর্থক। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে তৃণমূলের মিছিল ছিল এলাকায়। মিছিলে ছিল ইমরান সহ অন্যান্যরা। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইমরানকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে সিপিআইএম ও আইএসএফ এর দুষ্কৃতিদের বিরুদ্ধে। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইমরানের, আহত হয় আরও তিনজন। মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বোমা বিস্ফোরণ এর অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম ও আই এস এফ নেতৃত্বরা। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে ওই ঘটনা ঘটেছে। বুধবার সকালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।








