Banner Top

দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূলের অভিষেক

                 দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ  দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে মালদা এলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। অংশ নিলেন এক বিশাল জনসভায়। জানা যায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মালদা জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীদের সমর্থনে কালিয়াচকের সুজাপুর হাতিমারি ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল জনসভার। এদিন এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিধায়ক সমর মুখার্জী, বিধায়িকা চন্দনা সরকার, সাবিত্রী মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, তৃণমূল নেতা দুলাল সরকার সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।  এ দিনের এই জনসভায় মালদা জেলা পরিষদের ৪৩ টি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থীরাও উপস্থিত হয়েছিলেন।

রাজ্য পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজ্য পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে আবারও মালদায় অস্ত্র উদ্ধার! রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের বিশেষ অভিযানে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগের দিন এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে গোটা মালদা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে  ঘটনাটি ঘটেছে রতুয়া থানার জাননগর এলাকা।গোপন সূত্রে খবর পেয়ে  স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি দল রতুয়ার ঐ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি অত্যাধুনিক পাইপগান ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ । গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে ধৃতদেরজিজ্ঞাসাবাদ চলছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মহম্মদ শরিফ (৩৫) ও লুত্‍ফর রহমান (৬৮)। ধৃতদের মধ্যে লুতফরের বাড়ি রতুয়া এলাকার রুহিমারিতে  । অন্য দিকে শরিফ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকার বাসিন্দা। ধৃতদের আজ পুলিশের মাধ্যমে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে । ধৃতরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে সংগ্রহ করল এবং কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই পাচারের কারবারে আর কে কে জড়িত ছিল সে ব্যাপারেও জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রসঙ্গত সপ্তাহখানেক আগে রতুয়া থানা এলাকার চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের বালুপুরে চাষের জমি থেকে বেশ কিছু বোমা উদ্ধার হয়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে  বিহার সীমান্তবর্তী থানা গুলিতে ব্যাপক নজরদারি শুরু করেছে পুলিশ। যদিও এই নজরদারি সমগ্র জেলা জুড়েই চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা জুড়ে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সিপিএমের প্রার্থী তৃণমূলে

সিপিএমের প্রার্থী তৃণমূলে

                              দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ পঞ্চায়েত নির্বাচনের প্রাকমুহুর্তে মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই সিপিআইএম প্রার্থী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। তার সঙ্গে প্রায় ৪০০ জন সিপিআইএম কর্মীও এদিন যোগদান করে তৃণমূল কংগ্রেসে, দাবি করে তৃণমূল। যোগদানের পর দুই সিপিএম প্রার্থীকে নিয়ে তৃণমূল প্রার্থীদের সমর্থনে গোটা গ্রাম জুড়ে নির্বাচনী মিছিল।রবিবার ইংলিশ বাজারের নতুন নঘরিয়া এলাকায় এই যোগদান শিবির অনুষ্ঠিত হয়। জানা যায় পঞ্চায়েত নির্বাচনে মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর সংসদের তিন নম্বর আসনের সিপিআইএম প্রার্থী করা হয়েছিল রনিউল হক এবং দুই নম্বর সংসদের দুই নম্বর আসনের প্রার্থী করা হয়েছিল হাসনারাবিবিকে। এদিন তারা আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। ইংলিশ বাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী প্রতিভা সিংহ এবং ফুলবাড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা গ্রাম পঞ্চায়েত প্রার্থী জাইদুল সেখের নেতৃত্বে সিপিআইএমের দুই প্রার্থী এবং প্রায় ৪০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ইংলিশ বাজার ব্লক সভাপতি প্রতিভা সিংহ এবং অঞ্চল সভাপতি জাইদুল সেখ, জানান বিগত পাঁচ বছরে মা মাটি সরকারের উন্নয়ন দেখে সেই উন্নয়নে তারা শামিল হতে দুই সিপিআইএম প্রার্থী আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। তার পাশাপাশি প্রায় আরো ৪০০ জন কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। অন্যদিকে এই বিষয়ে তৃণমূলে যোগদান করা সিপিআইএমের দুই প্রার্থী জানান, তৃণমূলের উন্নয়ন দেখে আজ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল।

জায়ে জায়ে লড়াই মালদার ভালুকা গ্রামে

জায়ে জায়ে লড়াই মালদার ভালুকা গ্রামে

                    দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ  ভালুকা গ্রাম পঞ্চায়েতে দুই জায়ের লড়াই।পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা অঞ্চলে দুই জায়ের লড়াই। একই পরিবারের দুই ভাইয়ের স্ত্রী এবারে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এবং বিরোধী বিজেপির থেকে প্রার্থী হয়েছেন। ভালুকা গ্রাম পঞ্চায়েতের ১২৮ নম্বর ফতেপুর বুথ থেকে লড়াই করছেন দুই জা। বাড়িতে এরা সম্পর্কে একে অপরের জা হলেও নির্বাচনের ময়দানে একে অপরের প্রতিপক্ষ। একজনের নাম পুতুল যাদব তিনি এবার ভালুকা অঞ্চলের ফতেপুর থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন। অন্যজন তার প্রতিদ্বন্দ্বী পুতুল ঘোষ তিনি বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী। দুই পক্ষই পুরো দমে প্রচারে নেমে পড়েছে।দুই জা এর লড়াই দেখতে, মুখিয়ে রয়েছে ভালুকা বাসি। পঞ্চায়েতে কে দখল করবে ফতেপুরের আসল সেটাই এখন দেখার অপেক্ষা। এদিন ফতেপুর গ্রামে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী পুতুল যাদব জানান আমি এ বছর এই অঞ্চল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছি জনগণের ভালই সাড়া পাচ্ছি মানুষ দিদির উন্নয়ন দেখে আমাকে ভোট দেবেন। আমি আশাবাদী আমি ১০০% মানুষের সমর্থন পাব।অন্যদিকে তার জা বিজেপি প্রার্থী পুতুল ঘোষ জানান বিগত পাঁচ বছরে এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একের উপর এক দুর্নীতি হয়ে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বন্যা ত্রান কেলেঙ্কারিতে লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে এলাকায় সবই তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নেতৃত্বে মানুষ তাই এবারে তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করবে বলেই আমরা আশাবাদী।তবে দুই জায়ের লড়াই এ শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।

ঋষি বঙ্কিমের জন্মদিন পালন

ঋষি বঙ্কিমের জন্মদিন পালন

                দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ   ঋষি বঙ্কিম চন্দ্রের ১৭৫তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা। মঙ্গলবার সকালে মালদা শহরের মকদুমপুর এলাকায় ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার প্রাঙ্গণে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভারচেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি উজ্জ্বলসরকার, বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা।এই বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী  বলেন, একসময় মালদার ডেপুটি কালেক্টর ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে বসেই তিনি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছিলেন। মকদমপুর এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন তিনি।এদিন তার জন্মদিন পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয় ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূলের অভিষেক
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment