শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোটের সওয়াল হিন্দু মহাসভার
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদ দাতাঃ নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিল অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজ রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনে একটি ডেপুটেশন জমা দেওয়া হলো বিকেল ঠিক তিন ঘটিকায়। নির্বাচন কমিশনে জমা দেওয়া ডেপুটেশনে মূলত সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব এবং নির্বাচন কমিশনকে সমস্ত প্রকার পারস্পরিক দোষারোপ দূরে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রতি সওয়াল করা হলো। অখিল ভারত হিন্দু মহাসভা দীর্ঘদিন পর নিজস্ব প্রতীকে দলগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলে চন্দ্রচূড় গোস্বামী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করার সাথে সাথে কমিশনের কাজের নিরপেক্ষতার প্রতিও সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, আগামী ৮ই জুলাই ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের দিন। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিনিধি মণ্ডলে অনামিকা দে, দীপ্তিস গুহ, রবি রাও, গোপী দাস, সাজী গুহ, কমল কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক, পম্পা কাঞ্জিলাল, মিসেস কুন্ডু, এম ভৌমিক, অর্জুন চক্রবর্তী, সায়ন ভট্টাচার্য, শ্রাবণী মুখার্জী এবং জিতেন গোস্বামীর মত উচ্চ নেতৃত্ব অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হওয়া অখিল ভারত হিন্দু মহাসভার আরো অন্যান্য কর্মীবৃন্দের মধ্যে উৎসাহ ছিল আজ চোখে পড়ার মত।






