স্বাস্থ্য পরীক্ষা শিবির বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ ডাঃ বিধান চন্দ্র রায়ের স্মরণে বারাসাত ডক্টরস’ ক্লাব ও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় রেড ক্রস সোসাইটির কক্ষে। এই উপলক্ষ্যে সিনিয়র সিটিজেন সংস্থার সদস্যদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন বিষয়ে বিশেষষ্ণরা বিস্তারিত ব্যাখ্যা করেন। পরিমিত আহারে ও খাদ্য খাদকের বিষয়ে সতর্কতা অবলম্বনের মাধ্যমে নিজেকে সুস্থ্য রাখাই দীর্ঘায়ু জীবনের একমাত্র পথ বলে বিশেষষ্ণরা অভিমত প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ডঃ কৌশিক চৌধুরী, ডঃ সৌরভ নাগ, ডঃ অনুজ পোদ্দার প্রমুখ।
নিউজ এক ঝলকে
স্বাস্থ্য পরীক্ষা শিবির বারাসাতে
96%








