স্বাস্থ্য জেলার উদ্যোগে তামাক বিরোধী আন্দোলন
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ বসিরহাট স্বাস্থ্য জেলার ৩১মে বিশ্ব দিবস তামাক বিরোধী কর্মসূচি প্রচারে জোর দেওয়া হয়েছে। প্রতি গ্রামে ও শহরে ও গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় প্রশাসনের পাশাপাশি আম জনতাকে আরো সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রবিউল ইসলাম গায়েন উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ অনুপম ভট্টাচার্য ও প্রমুখ। আপনি কি জানেন গুটখা অথবা খৈনী আপনার কি করে ? তামাক সেবনের ক্ষতিকারক দিকসমূহ তামাক মূলত হৃৎপিণ্ড লিভার ও ফুসফুস ও ফুসফুস সহ বিভিন্ন অঙ্গ কে ক্ষতিগ্রস্ত করে । তামাক সেবনের ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক হাঁপানি উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগ হয়। তামাক সেবনের ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। নারীরা ধূমপান করলে তাদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। গর্ভের সন্তানের ওজন কম হবে । তামাক জাত ধোয়া ও পরোক্ষ ধূমপান সকল বয়সী ব্যক্তিকে ক্ষতি গ্রস্ত করে। ভারতের প্রতিবছর আট লাখের উপর মানুষ মারা যায় তামাক জনিত অসুস্থতার কারণে। যেমন কসট রোগ হৃদরোগ ও মুখের কর্কট রোগ মনোবলের সাহায্যে মানুষ বর্জনের বড়জনে সফল হবে যেটা সম্ভব তামাক ব্যবহার এখনই ছাড়ুন। ধূমপান মুক্ত এলাকা এখানে ধূমপান করা আইনত দণ্ডনীয় অপরাধ।








