কেন্দ্রের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামীদের ডাটা ব্যাঙ্ক
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ নবপ্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রচারহীন স্বাধীনতা সংগ্রামীদের ডাটা ব্যাঙ্ক তৈরি করছে সরকার। সেন্টার ফর কালচারাল রিসোর্সেস এন্ড ট্রেনিং, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের স্পনসরশিপে এবং রাজ্য শিক্ষা দপ্তর, জেলা ও বসিরহাট শিক্ষা দপ্তরের উদ্যোগে ও সহযোগিতায় বসিরহাট হাই স্কুলে অনুষ্ঠিত হলো একটি একদিনের কর্মশালা যার নাম ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরি বা ডিডিআর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ জন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকা এখানে এসেছিলেন। ডিডিআরের উদ্দেশ্য হলো, অখ্যাত তথা প্রচারের আড়ালে থাকা ব্রিটিশ ভারতের বিপ্লবীদের বা তাঁদের স্মৃতি বিজড়িত স্থানগুলির সম্বন্ধে তথ্যভান্ডার বানানো। যাতে ভবিষ্যত প্রজন্ম তাদেরকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অর্চিতা ঘোষ, জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন ব্যানার্জী, জেলা গণশিক্ষা প্রসার আধিকারিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রমুখ। সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন সিসিআরটির জেলা সম্পন্ন ব্যক্তি এবং বসিরহাট হাই স্কুলের শিক্ষক সিঞ্চন বন্দ্যোপাধ্যায়।








