ঋতুরঙ্গমের জয়যাত্রা
দাবদাহ লাইভ, বারাসাত, পার্থ ভট্টাচার্যঃ সত্যজিৎ পরবর্তী বাংলা চলচ্চিত্রে উজ্জ্বল নাম ঋতুপর্ণ ঘোষ। তার স্মরণে ২০১৫ সালে বারাসাতে রাহুল বিশ্বাস নামে এক তরুণ প্রতিষ্ঠা করেন ঋতুরঙ্গম। মূলত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র দিয়ে এই সংস্থার কাজ শুরু হলেও বর্তমানে এই সংস্থাটি শ্রূতি নাটক, নাটক, নৃত্যনাট্য প্রভৃতি কলায় নিজেকে মত্ত রেখেছে। ২০২২ সালে এই সংস্থাটি ”নৃপেন ঘোষ সরণি ঋতুরঙ্গম নাট্য কেন্দ্র” নামে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধিত হয়েছে। ২০১৮ সাল থেকে বারাসাতে ঋতুপর্ণ ঘোষের স্মরণে একটি চলচ্চিত্র উৎসব করে আসছে এই সংস্থাটি। এই উৎসবের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতবর্ষের প্রখ্যাত কিছু চলচ্চিত্র ব্যক্তিত্বগণ। উৎসবের বর্তমান মুখ্য উপদেষ্টা জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক শ্রী অসীম বোস ও বিচারক জাতীয় পুরস্কার এর অন্যতম বিচারক শ্রীলেখা মুখোপাধ্যায়। উৎসবের মঞ্চে প্রতিবছর উন্মোচন হয় ”কাজরী” পত্রিকার বিশেষ সংখ্যা। এই পত্রিকায় বিগত বছরের লিখেছেন / সাক্ষাৎকার দিয়েছেন মাধবী মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, অলকানন্দ রায়, সুদেষ্ণা রায়, জয়াশীল ঘোষ, ইন্দ্রনীল ঘোষ প্রমূখ। পত্রিকার সম্পাদক রাহুল বিশ্বাস ও সহ-সম্পাদক তন্ময়। আগামী আগস্ট মাসে ষষ্ঠ বর্ষের ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসবের আসর বসতে চলেছে বারাসাত শহরের বুকে প্রসঙ্গত, চলচ্চিত্র উৎসব ছাড়াও সারা বছর কবিতা উৎসব, চির সখা হে (কবি প্রণাম), নাট্য/নৃত্য উৎসবের মতো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই সংস্থা। দমদম থিয়ে এফেক্স প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল ঋতুরঙ্গমের কবি প্রণামের অনুষ্ঠান। নাটক শ্রূতি নাটক, নৃত্য, গান সম্বলিত মনমুগ্ধকর এই অনুষ্ঠানে দর্শক ছিল চোখে পড়ার মত।








