সমাজ বন্ধু সম্মান ২০২৩ প্রদান
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ সংবাদ মাধ্যম সমাজ বার্তা এবং সমাজ বার্তা ট্রাস্টের পক্ষ থেকে আয়োজিত সমাজ বন্ধু সম্মান-২০২৩ অনুষ্ঠিত হল কোলকাতার একটি হোটেলে। সমাজের বিভিন্ন গুণী ব্যক্তিদের এদিন সম্মানিত করা হয়। সম্মান প্রদান করেন সমাজ বার্তার কর্ণধার গীতাঞ্জলি সেন এবং সায়ক ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সমাজ কর্মী, কবি, সাহিত্যিক, ফিল্ম মেকার, অভিনেতা এবং মানবাধিকার কর্মী ও গুণী ব্যক্তিরা।
সমাজ বন্ধু সম্মান ২০২৩ প্রদান
0%









