Banner Top

বলিদান দিবস হিন্দু মহাসভার

                 দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্য অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কালীঘাট কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালিত হলো। রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে, শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষ মূর্তিতে অখিল ভারত হিন্দু মহাসভার উত্তরীয় পরিয়ে এবং দুধ ও গঙ্গাজল সমর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলীদান দিবস পালন করা হলো। রাজ্য কমিটির পক্ষ থেকে স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনামিকা দে, শ্রাবণী মুখার্জী, কমল কৃষ্ণ কুইলা, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং দীপ্তিশ গুহ সহ আরো অনেক উচ্চ নেতৃত্ব। প্রসঙ্গত উল্লেখ্য শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুর এতগুলো বছর পর উনি যে রাজনৈতিক দলের সভাপতি ছিলেন সেই অখিল ভারত হিন্দু মহাসভা চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলগত ভাবে নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে চলেছে। চন্দ্রচূড় বাবুর কথায় শ্যামাপ্রসাদ মুখার্জী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর আদর্শেই সনাতনী জাতীয়তাবাদী এক রাজনৈতিক শক্তিরূপে এত বছর পর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে অখিল ভারত হিন্দু মহাসভা। সেই সাথে তিনি এটিও প্রশ্ন করেন যে অনির্বাণ গাঙ্গুলী বিগত বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে ভোটে হেরে ফল বেরোনোর বিকেলেই নিজের দলীয় কর্মীদের বিপদে ফেলে দিল্লী পালিয়ে যায় সেই ব্যক্তি কিভাবে ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুদান প্রাপ্ত “শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের” ডিরেক্টর হতে পারে তা সত্যিই বিস্ময়কর । রাজ্য মিডিয়া সেল কনভেনর শ্রীমতী অনামিকা দে আগামীদিনে অখিল ভারত হিন্দু মহাসভা যে “প্রতি ঘরে শ্যামাপ্রসাদ” শীর্ষক কর্মসূচি পালন করতে চলেছে সেই কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। শ্রাবণী মুখার্জী ও দীপ্তিশ গুহ হিন্দু মহাসভার সহযোদ্ধাদের ধন্যবাদ জ্ঞাপন করার সাথে সাথে প্রতিটি বঙ্গবাসীকে পশ্চিমবঙ্গের জন্মলাভের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জীর ভূমিকা স্মরণ করার জন্য আবেদন করেন। এবছর বিভিন্ন জেলা ও গ্রামে শ্যামাপ্রসাদ মুখার্জীর বলিদান দিবস পালন করলো অখিল ভারত হিন্দু মহাসভার বিভিন্ন জেলা কমিটি। অখিল ভারত হিন্দু মহাসভা আগামীদিনে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে যে গুরুত্বপূর্ন ভূমিকা গ্রণন করতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

বলিদান দিবস হিন্দু মহাসভার
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment