হাবড়ায় বিশ্ব যোগ দিবস পালন
দাবদাহ লাইভ, হাবড়া, অনন্ত চক্রবর্তীঃ সম্প্রতি বিশ্ব যোগ দিবস পালিত হলো উত্তর ২৪ পরগনার হাবড়া জিরাট রোড মনসা মন্দির প্রাঙ্গণে ৷ এলাকার বিভিন্ন বয়সের ৬৯ জন মানুষ এই যোগানুষ্ঠানে অংশ নেন ৷ শিক্ষক, ডাক্তার সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানক্ষেত্র আলোকিত হয়ে ওঠে ৷ এই অনুষ্ঠানের উদ্যোক্তা তপন আচার্য জানালেন, “প্রাচীনকাল থেকে ভারতবর্ষে মুনি-ঋষিরা এই যোগের মাধ্যমে দীর্ঘ, সুস্থ-জীবন লাভ করেছেন ৷ বর্তমান কর্মব্যস্ততার জীবনে আমরা যদি প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট এই যোগাভ্যাস করি, অবশ্যই আমরা যোগের মাধ্যমে সুস্থ, নীরোগ থাকতে পারবো ৷ বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে যোগ মাধ্যমটাকে তুলে ধরছেন, আমরাও চাই সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই যোগ অভ্যাস করুক ৷”








