কল্যানীতে সাহিত্য পত্রিকা ‘তিগ্মরশ্মি’ প্রকাশিত
দাবদাহ লাইভ, নৈহাটি, আয়ুব আলিঃ কল্যানী শিক্ষায়াতনের অনুষ্ঠান কক্ষে ২০শে জুন ২০২৩ এক সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রকাশিত হল নতুন এক সাহিত্য পত্রিকা – ‘তিগ্মরশ্মি’। নতুন সাহিত্য পত্রিকা ‘তিগ্মরশ্মি’-র অনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা ছিলেন মানিক গোপাল ঘোষ প্রাক্তন উপাচার্য কল্যানী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বিকাশ কান্তি সামন্ত জাতীয় শিক্ষক, ছন্দা শুক্লা হাজরা প্রাক্তন অধ্যক্ষা কাঁচরাপাড়া কলেজ, ডঃ বাসুদেব বিশ্বাস জৈন ধর্মবিষয়ক গবেষক, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্যে উঠে আসে বর্তমান সময়ে ডিজিটাল যুগেও এই ধরনের সাহিত্য পত্রিকা সমাজে সাহিত্যিকদের খুবই উৎসাহিত করবে বলে আশাবাদী। পত্রিকাটির প্রচ্ছদ ও বিষয় বৈচিত্র কবি-সাহিত্যিকদের কাছে সমাদৃত হবে এই আশা ব্যক্ত করেন সকল অতিথিগন। সম্পাদকমন্ডলীতে রয়েছেন সভাপতি শুভাশীষ সান্যাল, সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক শ্রাবনী ভট্টাচার্য ও উত্তম দেবনাথ, উপদেষ্টা মন্ডলীর অন্যতম মহঃ বাকি বিল্লাহ মন্ডল। বিভিন্ন জেলা থেকে এসেছিলেন কবি ও সাহিত্যিকগন পত্রিকার লেখকগন তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন শুভঙ্কর সান্যাল, সুজাতা বক্স ও দ্বিজেন্দ্রলাল ঢালী। বাংলাদেশের ময়মনসিংহের ইলিয়াস আহমেদ এঁকেছেন পত্রিকার প্রচ্ছদ।








