দীঘায় বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু পর্যটকের
দাবদাহ লাইভ, দীঘা, অক্ষয় গুছাইতঃ বৃহস্পতিবার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন কলকাতার পাটুলি এলকার বাসিন্দা অর্পণ মিত্র। স্থানীয় সূত্রে জানা যায় নিউ দীঘার একটি হোটেলে উঠেছিল কলকাতার ওই পর্যটক দলটি। শুক্রবার রাত দশটা নাগাদ হোটেলের তিনতলার ব্যালকনিতে বসেছিলেন কলকাতার পাটুলি এলাকার বাসিন্দা অর্পণ মিত্র। অসাবধানতাবশত হঠাৎ তিনি তিনতলার ব্যালকনি থেকে নীচে পড়ে যান। গোটা হোটেল চত্বরে শোরগোল পড়ে যায়। পরিবারের সদস্যরা এবং কয়েকজন হোটেল কর্মী তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যায় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। মৃতদেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।













