টোটো চালকের মৃত্যু ঘিরে মধ্যমগ্রাম তোলপাড়
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, গনেশ রায়ঃ এক টোটো চালকের মৃত্যু নিয়ে মধ্যমগ্রাম তোলপাড়। মৃত্যুর দু’দিনে খোঁজ পাওয়া গেল মৃত টোটো চালক অর্জুন বণিকের। প্রসঙ্গতঃ উল্লেখ্য, মানবাধিকার সংগঠন সি পি ডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার সহযোগিতায় মধ্যমগ্রাম থানায় এফ আই আর করা হয় ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস পাওয়া যায়। আরও উল্লেখ্য, শরীর খারাপের জন্য দুপুরের দিকে বাড়ীতে যাবে বলে টোটো বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়। বাড়ীতে না যাওয়ার কথা জানা যায় বিকালের দিকে। ফোনে না পেয়ে বন্ধুদের কাছে খবর য়াসে বাড়ী থেকে। মধ্যম গ্রাম, বারাসাত ও নিউ ব্যারাকপুর থানাতে খোঁজ মেলে নি। মিসিং ডায়েরীও হয় নি; কারণ ২৪ ঘন্টা পর মিসিং ডায়েরী করা যায়। পরদিন এক ফোনের মাধ্যমে থানা থেকে জানা যায় মধ্যমগ্রাম চটকা এস এন জি ক্যাম্প থেকে প্রায় ৪০০ মিটার ভিতরে মাঝের গাঁ পাঁচিলের পাশে গাড়ীতে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়। মধ্যম গ্রাম থানার আই সি নিজে পরিদর্শনে আসেন। ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। মদ্য পানে স্ট্রোকে অর্জুনের মৃত্যু বলে মৌখিক জানানো হয় বলে অভিযোগ। টোটো চালকেরা এ ব্যাপারে সন্দিহান। অসুস্থ বাবা, মা, অন্তঃসত্তা স্ত্রী ও ন’ বছরের একটি বাচ্চা নিয়ে অর্জুনের পরিবার। পরিবারের পক্ষ থেকে সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবী করা হয়েছে।









