রাজীব এজেন্সির লটারির টিকিটে রাতারাতি কোটিপতি
দাবদাহ লাইভ, বারাসাত, সেখ মোবারক কুরেইশিঃ লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন উত্তর ২৪ পরগণা জেলার দমদম ক্যান্টনমেন্টের এক ইলেক্ট্রিক মিস্ত্রি সুশীল শর্মা। জেলার বারাসাতের রাজীব এজেন্সির এক শাখা দমদম ক্যান্টনমেন্টে রয়েছে। এবং কাজ থেকে ফেরার পথে মাঝে মধ্যে টিকিট কাটেন। অন্য দিনের মতো সেদিন কাজ থেকে ফেরার পথে ত্রিশ টাকা দিয়ে একটি টিকিট কাটেন। পরদিন যেমন কাজে যান তেমনি কাজে গিয়েছিলেন। একদিন পর জানতে পারেন প্রথম পুরস্কারটি সেদিনের কাটা টিকিটের নাম্বারে। ফোনে এই এজেন্সির কর্ণধার রাজীব ঘোষকে বিস্তারিত জানান। কিভাবে টাকা পাওয়া যাবে তাও তিনি জানেন না। সম্প্রতি পরিচয় পত্র সহ টিকিট ও সমূহ প্রমাণ পত্র নিয়ে রাজীব ঘোষের সাথে দেখা করেন এবং সম্পূর্ণ সহযোগিতায় পুরস্কারের প্রাপ্য পাওয়ার ব্যবস্থা করে দেন। এই সহযোগিতায় তিনি খুশি হয়ে বলেন, অনেকেই বলেন টিকিট কেটে পুরস্কার হয় না কিন্তু পুরস্কার হয়েছে – এটা বাস্তব। আসলে প্রথম পুরস্কার তো একটি। অন্যদিকে রাজিব লটারির এজেন্সির মালিকের দাবি যেভাবে লটারিতে আজকাল টাকা বাঁধছে তাতে লটারির ব্যবসা আরও বাড়বে। সরকারি নিয়মের মধ্যে থেকে লটারিতে পাওয়া টাকা পৌঁছে যাবে লটারির বিজেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।





