সিপিডিআরের উদ্দ্যোগে জলছত্র বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়ঃ ১৪ জুন মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখার পক্ষ থেকে জলছত্রের আয়োজন করা হয়। বারাসাত থানার সামনে এদিন প্রায় ৫০০ জন পথচারীদের ঠান্ডা পানীয় জল ও বাতাসা খাওয়ানো হয়। গ্রীষ্মকালীন এই সময়ে দারুন দাবদাহের হাত থেকে বাঁচতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সারাবছর সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল বারাসাত শাখা নানান সামাজিক ক্রিয়াকলাপ করে থাকেন। সংগঠনের কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী জানান, জলছত্র কর্মসূচি করতে পেরে কর্মীরা খুশি, আগামীদিনে আরও বড় কর্মসূচি গ্রহণ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অনুপ কুমার বাইন, সভাপতি মনোজ কুমার জয়সওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সদস্য ও সদস্যাবৃন্দ।









