আউটডোরে রোগী না দেখার অভিযোগ 

    দাবদাহ লাইভ, পূর্ব মেদেনীপুর, অক্ষয় কুমার গুচ্ছাইতঃ পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবাকে যতই উন্নত কিংবা জনমুখী করার চেষ্টা করুন না কেনো, সেই প্রচেষ্টাকে বানচাল করার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কিছু সুবিধা ভোগী ডাক্তার বা স্বাস্থ্য কর্মী। আর এই সমস্ত ডাক্তার বা স্বাস্থ্য কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে বদনাম হচ্ছে গোটা স্বাস্থ্য দপ্তরের। নির্দিষ্ট সময়ের আগেই স্বাস্থ্যকেন্দ্র ত্যাগ করা, স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত না হওয়া, রুগীর আত্মীয় স্বজন কিংবা রুগীর সাথে খারাপ ব্যবহার করা, ডিউটি টাইমে প্রাইভেট প্র্যাকটিস করা এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিছু চিকিৎসকের। এরকমই একটি করুন ছবি ধরা পড়লো সংবাদ মাধ্যমের ক্যামেরাতে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবান পুর রুরাল হাসপাতালের অন্তর্গত বিভীষণপুর গ্রামীণ সুস্বাস্থ্য কেন্দ্রে। এই স্বাস্থ্য কেন্দ্রে আউটডোরের সুবিধা থাকায় আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এখানে আসেন চিকিৎসা করতে। একজন চিকিৎসক আসেন  রুগী দেখতে। ইংরেজি ১৪ জুন ২০২৩ এই চিকিৎসা কেন্দ্রে ডিউটি করছিলেন ডাক্তার স্বরূপ কুমার ঘরাই। অভিযোগ , এই ডাক্তারবাবু প্রতিনিয়তই রুগী কিংবা তার আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যাবহার করে থাকেন। ডিউটি টাইমের আগেই তার স্বাস্থ্য কেন্দ্র ছেড়ে পালাতে খুব ভালো লাগে। পাছে প্রাইভেট প্র্যাকটিসে দেরি হয়ে যায়। রুগীর সাথে তুমি কিংবা তুই তুকারি করে কথা বলা তার স্বভাবের মধ্যেই পড়ে। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত আউটডোরের সময় থাকলেও তিনি ১ বেজে গেলেই স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। দুপুর ১টা ২০ মিনিটে আশা দিদিদের পরামর্শে আউটডোরে  দেখাতে এসেছিলেন একজন প্রসূতি মা। ডাক্তার ততক্ষণে হসপিটাল বিল্ডিংয়ের গেটের বাইরে চলে গেছেন। স্বাস্থ্য কর্মীরা ডাক্তারকে আনলে তিনি বেজায় চটে গিয়ে ওই প্রসূতি মায়ের সাথে খারাপ ব্যাবহার করতে থাকে। এই ঘটনার প্রতিবাদ করলে ওই প্রসূতি মায়ের স্বামীর সাথেও খারাপ ব্যবহার করেন ওই চিকিৎসক। উল্টে ডাক্তার বলতে থাকেন রুগী কিংবা তার আত্মীয় বাজার গরম করছে। খারাপ ব্যবহার করছে। ওই প্রসূতি মা ডাক্তারের ব্যবহারে এতটাই মানসিক আঘাত পেয়েছেন যার দরুন ডাক্তার না দেখিয়েই তিন বাড়ি ফিরে যান। ডাক্তারও রুগী না দেখে যথা রীতি দুপুর ২ টোর আগেই স্বাস্থ্য কেন্দ্র থেকে চলে যান। পরে হাসপাতাল কর্মীরা ফোন করে সংবাদ মাধ্যম ঢোকার খবর দেয় ডাক্তারকে। ডাক্তার পরি কি মরি করে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে প্রমান করতে চান তিনি ২ টোর আগে হাসপাতাল ছাড়েন নি। এই দেখুন হসপিটালের ঘড়িতে এখন ১ টা বেজে ২০ মিনিট। ডাক্তারের চেয়ার। ফাঁকা। একজন অন ডিউটি নার্স ডিউটি করছেন।

 

 

ডাক্তারের বিরুদ্ধে উঠল অভিযোগ

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

আউটডোরে রোগী না দেখার অভিযোগ
User Review
94% (2 votes)

0 Comments

Leave a Comment