কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ও একাধিক দাবি নিয়ে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়, কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ সহ অন্যান্য তৃণমূল মহিলা নেতৃত্ববৃন্দ। দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরেন। মিছিলে ফেষ্টুন নিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিল থেকেই বিজেপী গো। বিকেল পাঁচটা নাগাদ মিছলটি শুরু হয়। মিছিল শুরু হওয়ার আগে থেকেই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা দলে দলে উপস্থিত হয়েছিলেন। এদিন মিছিলের শেষে প্রত্যেক মহিলা তৃণমূল কর্মীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।













