ভগবানপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে
দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পঞ্চায়েত ভোটের দামামা বাজতে না বাজতে শুরু হয়ে গেল দল বদলের পালা। বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরেও শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একদল নেতা কর্মী। ভগবানপুর বিধানসভার জুখিয়াতে শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন স্থানীয় যুব সভাপতি-সহ একদল কর্মী সমর্থক। জানা গিয়েছে, ভগবানপুর বিধানসভার জুখিয়া অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি শেখ রমজান আলি-সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে রবিবার। বিজেপির ভূপতিনগরের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে পতাকা তুলে দেন ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। বিধানসভা নির্বাচনের আগে শাসকদল ছেড়ে বিজেপিতে সংখ্যালঘু নেতা যোগ দেওয়ায় অস্বস্তিতে শাসক শিবির। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।













