Banner Top

চলতি বছরে রেকর্ড হেরিটেজ টয় ট্রেনের

                        দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ টয় ট্রেন চেপে দার্জিলিং ভ্রমণ, পর্যটকদের কাছে এক দুর্দান্ত অভিজ্ঞতা। দার্জিলিং যাব অথচ টয়ট্রেন সফর করবো না! অধিকাংশ পর্যটকই এই বিষয়ে ভাবতে পারেন না। তাই বহু দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটক ছুটে চলে শুধুমাত্র টয়ট্রেন সফর করবার জন্য। প্রতিবছর বিশেষ করে গরমের সময় শৈল শহর দার্জিলিং এ পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এই বছর তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ এবছর আরো উপচে পড়েছে পর্যটকদের ভিড়। পর্যটন ব্যবসার শ্রী বৃদ্ধি হয়েছে, হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। এবার সমতলের মাত্রা অতিরিক্ত গরম পড়ার কারণে প্রথম থেকেই পাহাড়ে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকরা উৎসাহ দেখিয়েছিলেন। সূত্রে খবর মিলেছে এই বছর রেকর্ড পরিমাণ আয় করেছে হিমালয়ের রেলওয়ের হেরিটেজ টয় ট্রেন। প্রসঙ্গত জানা গেছে ৩০ হাজারের ও বেশি যাত্রী এই বারের ট্রেন সফর করেছেন। প্রচুর লাভের মুখ দেখেছে হেরিটেজ টয় ট্রেন।

চলতি বছরে রেকর্ড হেরিটেজ টয় ট্রেনের
User Review
88% (1 vote)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment