গ্রামাঞ্চলে ঔষধে ছাড় ৯০ শতাংশ
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ গ্রামাঞ্চল মানুষের ওষুধের চাহিদা পূরণে আরও বিপণন কেন্দ্র খোলার প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন জোটা গ্রুপ। পশ্চিমবঙ্গে এ পর্য্যন্ত ৩০টির বেশী বিপণন কেন্দ্র চালু করেছে দাওয়া ইন্ডিয়া। এটি একটি জেনেরিক ফার্মেসি। সাধারণভাবে ৯০% শতাংশ ছাড়ে ঔষধ পাওয়া যায় এই কেন্দ্রগুলি থেকে। জেনেরিক ওষুধ ছাড়াও ওটিসি, কসমেটিকস, জিম সরঞ্জাম, নিট্রাসিউটিক্যালস, আয়ুর্বেদিক, সার্জিক্যাল,পঞ্চগব্য এবং সহযোগী খাদি ব্রান্ডের বিভিন্ন পণ্যও সাশ্রয়ী মূল্যে এই বিপণন কেন্দ্রগুলি থেকে পাওয়া যাবে বলে জানান সংস্থার সি ই ও ডাঃ সুজিত পাল বিশ্বাস। ২০১৭ সাল থেকে বাংলায় এই ধরণের প্রকল্প শুরু হয়। বর্তমানে সারা দেশে এই সংস্থার ৭৫ লাখ গ্রাহক সহ ৬৫০টি কেন্দ্র রয়েছে। বাংলায় আরও কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে বলেও সিইও জানান। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারী ভাবনা ‘সকলের জন্য স্বাস্থ্য’ কর্মসূচীতে ১৯৯৫ সাল থেকে এই গ্রুপ প্রয়াস চালাচ্ছে। আরও উল্লেখ্য, জোটা হেলথ কেয়ার লিমিটেডের পণ্য বন্টনের ২৪টি বিভাগে ১২৫০-এর অধিক ডিস্ট্রিবিউটির রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ৩টি কার্যালয়ও রয়েছে।








