মনোনয়নের ১ম দিনে প্রস্তুতির অভাবে বিলম্ব
দাবদাহ লাইভ, নন্দীগ্রাম, অক্ষয় গুছাইতঃ আগামী ৮ জুলাই রাজ্য পঞ্চায়েত নির্বাচন। গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত আসনের জন্য নমিনেশন জমা দিতে যান বিজেপি প্রার্থীরা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রীতিমতো মিছিল করেই নমিনেশন জমা দিতে যায় বিজেপি প্রার্থীরা। ভোট ঘোষণার অনেক আগেই গত মার্চ মাসে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। নন্দীগ্রামের টেঙুয়া থেকে মিছিল করেই নমিনেশন জমা দিতে এগিয়ে চলেন বিজেপির প্রার্থীরা। কিন্তু বিডিও অফিসের রাস্তায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাধে বিজেপির কর্মী সমর্থকদের। যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের জন্য আজ থেকেই শুরু হয়ে গেল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। শুক্রবার নমিনেশনের প্রথম দিন সুতি বিডিও অফিসে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। সকাল থেকেই বিডিও অফিসের গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে সুতি ২ নং বিডিও অফিসে নমিনেশন জমা করতে আসলেও নমিনেশন জমা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন সিপিআইএম এবং কংগ্রেস নেতৃবৃন্দ। বিডিও অফিসে প্রস্তুতি না থাকায় কার্যত নমিনেশনের জন্য দীর্ঘক্ষন ধরেই দাঁড়িয়ে রয়েছেন বাম কংগ্রেসের প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়ন পত্র জমা করার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয় ৯ জুন থেকে ১৫ জুন। বিরোধীদের অভিযোগ ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি করতে চাইছে রাজ্যের শাসকদল।








