অজান্তে ফল খেয়ে অসুস্থ শিশুরা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২০ জন শিশু। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো শিলিগুড়ির নকশালবাড়িতে। বুধবার বিকেলে নকশালবাড়ির বড় মনিরাম জোতে মাঠে খেলতে যায় এলাকার শিশুরা। খেলতে খেলতে একটি গাছের ফল দেখে তা খাদ্য উপযোগী মনেকরে অজান্তেই বিষাক্ত ঐ ফল খেয়ে ফেলে বেশ কয়েকজন। পরে বাড়ি ফেরার পর সন্ধ্যা থেকে শুরু হয় বমি। অসুস্থ হয়ে পড়ে শিশুরা। এক এক করে অসুস্থ হতে থাকে কুড়িজন শিশু। অসুস্থ অবস্থায় নকশাবাড়ি হাসপাতালে ২০জনকেই ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ। তবে প্রাথমিক চিকিৎসা পর সকলেই সুস্থ হচ্ছে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানান একদিকে গরম, অপরদিকে ওই ফল বিষাক্ত, শিশুরা খাদ্যদ্রব্য মনে করে তা খেয়ে ফেলেছে, তবে বর্তমানে কুড়ি জনের অবস্থা স্থিতিশীল।








