Banner Top

গরমের দাপটে স্বস্তির বৃষ্টি ১২জুনের পর

দাবদাহ লাইভ, কোলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ   প্রচন্ড গরমে নাজেহাল উত্তর থেকে দক্ষিণ, উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো হাওয়া অফিস। প্রচন্ড গরমের কারণে উত্তর থেকে দক্ষিণ কোথাও স্বস্তি নেই। চরম অস্বস্তিতে রয়েছে গোটা রাজ্যবাসী। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল আগুনে গরমে পুরে ছারখার হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে বৃহস্পতিবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৯°, উত্তরবঙ্গের প্রস্তুতি ও মোটেও সুবিধা জনক নয়। উত্তরের সমতল থেকে পাহাড় সব জায়গায় প্রচন্ড গরম অনুভব হচ্ছে। এরই মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ২ দিনাজপুর ,মালদা, কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিন গরমের দাপট বজায় থাকবে ১২ই জুনের পর থেকে স্বস্তির বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়।

গরমের দাপটে স্বস্তির বৃষ্টি ১২জুনের পর
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment