গরম বাড়ছে পাহাড়ে ভিড় বাড়ছে
দাবদাহ লাইভ, দার্জিলিং, সজল দাশগুপ্তঃ সমতলে যত গরম বাড়ছে, যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাহাড়ে পর্যটকদের ভিড়। পাহাড়ে এই বছর অন্যান্য বারের তুলনায় গরম পড়লেও পরিবেশ সমতলের থেকে অনেকটাই আরামদায়ক। দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এসেছেন পাহাড়ে। দার্জিলিং কার্শিয়াং কালিংপং সহ অফবিট গুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রসঙ্গত এই বিষয়ে আরো জানা গেছে হোটেল ও হোমস্টে গুলিতে শতকরা ৯০% বুকিং সম্পূর্ণ রয়েছে। জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পর্যটকদের জনসমাগম থাকবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য স্থানীয় পর্যটকরা সপ্তাহের শেষে গরম থেকে রেহাই পেতে ছুটে যাচ্ছেন পাহাড়ে। পাহাড়ের মধ্যে সবথেকে মনোরম আবহাওয়া শৈল শহরে, দিনে দিনে বদলাচ্ছে আবহাওয়া। অপূর্ব দৃশ্য গুলি ক্যামেরা বন্দী করছেন পর্যটকদের দল। পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়েছে গত বছর জুন মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টিপাতের কারণে সিকিমের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। কিন্তু চলতি বছরে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়নি যার ফলে দার্জিলিং সিকিম সহ গোটা পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটন দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে চলতি বছর শুধু দার্জিলিং কার্শিয়াং কালিংপং নয়, বিভিন্ন অফবিট জায়গা গুলিতে উল্লেখযোগ্যভাবে পর্যটকদের সমাগম। এখানেই নয় শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কেও এবারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের। যত গরম বাড়ছে পাহাড়ে ততই ভিড় বাড়ছে। উল্লেখ্য দেদার বেড়ে গেছে টয়ট্রেন বুকিং।








