সিপিএমের সমাবেশ বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য ও কেন্দ্রের জন বিরোধী কার্য্যকলাপ সহ দুর্নীতিগ্রস্থ ও সংবিধান বিরোধী সরকারী নীতির প্রতিবাদে উত্তর ২৪ পরগণা জেলা সিপিএমের সমাবেশ বারাসাত কাছারী মাঠে জমে ওঠে। তপ্ত রোদ ও প্রখর গরম উপেক্ষা করে এই প্রতিবাদে সামিল হয়েছেন বলে জানালেন সভাপতি পলাশ দাস। সমাবেশে জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী দাসত্ব প্রথার পরিবর্তে আইনের সুশাসনের দাবী তোলেন। নাম না করে জেলা তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর আর্থিক ফুলে ফেঁপে ওঠার সন্দেহ জনক প্রশ্ন ছুঁড়ে দিলেন। এই সমাবেশ মানুষের শক্তির জয় বলে ব্যক্ত করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। জেলা প্রশাসনিক স্তরকে হুঁশিয়ারি দিয়ে সমঝে চলার পরামর্শ দিলেন। ট্রেন দুর্ঘটনার মত ঘটনা টেনে রাজ্য যেমন বেলাইনে, দেশটাকেও সংবিধানের লাইন থেকে বেলাইনে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ তুললেন সাধারণ সম্পাদক মহঃ সেলিম। তিনি আরও মনে করিয়ে দিলেন কেন্দ্রে সিপিএমের প্রতিনিধি থাকায় সিপিএমের ১০ এম পিকে শাস্তিমূলক ব্যবস্থার ঘটনা। এই সভায় রাজ্যে তৃনমূল কংগ্রেস ও কেন্দ্রে বিজেপি সরকারের তীব্র সমালোচিত হয়েছে। সমালোচনার অধিকাংশ জেলা প্রশাসন কেন্দ্রিক। উল্লেখ্য, এই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার পরেও সভা না করার ফরমান জারি হয়। পরবর্তী পর্য্যায়ে আদালতের নির্দেশেই এই সমাবেশ বলে জেলা সিপিএম জানাতে ভোলেন নি। গৌতম দেবের উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে না আসার জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ও পলাশ দাস পড়ে শোনান।







