খেজুরির শ্মশান জনসমুদ্র
দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বোগা গ্রামের শ্মশান এখন যেন জন সমুদ্রে পরিনত হয়েছে। সকলের চোখে জল। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয়েছে চিতা সাজানোর পালা। বালেশ্বরের কাছে বাহানাগায় করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ছিল খেজুরির পাঁচ যুবক। তিন দিন বাদে পাঁচ যুবকের নিথর দেহ কফিন বন্দী হয়ে ফিরল গ্রামে। নন্দন, শংকর, ভোলানাথ, রাজীব, ও সুমনকে শেষবারের মতো একবার দেখতে গোটা গ্রামের মানুষ হাজির হয়েছে বোগা গ্রামের শ্মশানে। গোটাএলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিকট আত্মীয়-পরিজন থেকে এলাকাবাসী সকলেই।
খেজুরির শ্মশান জনসমুদ্র
0%








