প্রকাশ্য দিবালোকে খুন, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ প্রকাশ্যে দিবালোকে খুন শিলিগুড়িতে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম স্বপন মন্ডল, বাড়ি ওই এলাকাতেই বলে জানা গেছে। খুনে অভিযুক্ত ব্যক্তির নাম নিরঞ্জন মন্ডল। খুন করার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে, এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে পুরনো বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর মিলেছে মঙ্গলবার সকালে সংলগ্ন এলাকায় দুই যুবকের মধ্যে বিবাদ বাঁধে। এরপর বছর ৩৭-এর স্বপন বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিরঞ্জন। তারপর সে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। আহত স্বপন বর্মনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, মৃতদেহটি ময়নাতদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে বলে আশাবাদী।








