ওঠো জাগো সোসাইটির জলসত্র সোদপুরে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলার সোদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছা সেবী সংস্থা, ওঠো জাগো সোসাইটি-র উদ্যোগে, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে একটি ‘জলসত্র’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওঠো জাগো সোসাইটি-র সদস্য-সদস্যাগন পথ চলতি বহু সাধারণ মানুষের হাতে ঠান্ডা জল ও বাতাসা তুলে দিয়ে তাঁদের তৃপ্ত করেন। প্রকৃতির নিদারুণ দাবদাহ থেকে পরিত্রাণ পে’য়ে বহু মানুষ, ওঠো জাগো সোসাইটি-র এহেন উদ্যোগকে সাধুবাদ জানান। ওঠো জাগো সোসাইটি-র সম্পাদক তাপস মন্ডল সংবাদ মাধ্যমকে জানান, আমরা সারা বছর জুড়ে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে থাকি। এই জলসত্রটিও তারই একটি অঙ্গ মাত্র। এভাবে মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে, আগামী দিনে আরও বহু সেবা মূলক কাজ করার সুযোগ ও প্রেরণা আমরা পাবো। আমরা চাই, এই কাজে আরও মানুষ আমাদের সঙ্গে সামিল হোন।”








