এক মাস ব্যাপী রক্তদান শিবির
দাবদাহ লাইভ, বারাসাত, সুমিত মজুমদারঃ রাজ্যজুড়ে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ীকা অদিতি মুন্সীর উদ্যোগে রাজারহাট গোপালপুর বিধানসভায় শুরু হয়েছে একমাস ব্যাপী রক্তদান উৎসব। এই মহান উদ্যোগকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এই মানবিক উদ্যোগটি বাস্তবায়িত হতে চলেছে। রাজারহাট গোপালপুর বিধানসভার প্রতিটি ওয়ার্ডে চলবে এই রক্তদান শিবির, ওয়ার্ড কাউন্সিলেররা এই রক্তদান উৎসবের নেতৃত্ব দেবেন।
এক মাস ব্যাপী রক্তদান শিবির
0%








