Banner Top

প্লাস্টিক সমস্যা নিরসনে শ্রাচী ভিলেজের উদ্যোগ

দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ   কলকাতার উপকন্ঠে অবস্থিত মধ্যমগ্রাম শহর পরিচ্ছন্নতা ও তার পরিবেশ সচেতনতায় কিছুটা হলেও স্বতন্ত্র। এই শহরে গড়ে ওঠা শ্রাচী ভিলেজ এর পরিচালক বর্গের সৃজনশীল ভাবনায় এর ভেতরের সার্বিক পরিবেশ ও সাংস্কৃতিক আবহাওয়া অন্য আর পাঁচটা আবাসনের বা কমপ্লেক্স এর থেকে আলাদা। আর বোধ করি এই কারণেই বিশ্ব পরিবেশ দিবসের তিন দিন আগেই সেখানে এবছরের পরিবেশ দিবসের মূখ্য বিষয় ‘বিট প্লাস্টিক পলিউশন’ নিয়ে আয়োজিত হয় এক মনোজ্ঞ অনাড়ম্বর আলোচনা সভা ও শিক্ষা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন আবাসন উন্নয়ন সমিতির কার্যকর্তাসহ বেশ কিছু আবাসিক। বারাসাত এষণা পরিবারের বিজ্ঞান ও পরিবেশ সচেতনতা বিভাগ, এষণা বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বারাসাত নবপল্লী বয়েজ হাইস্কুল এর শিক্ষক বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ অরিন্দম দে। শ্রী দে তার আলোচনায় প্লাস্টিক সমস্যা থেকে সাধারণ মানুষ, স্থানীয় প্রশাসন ও সার্বিক পরিবেশের রেহাই পাওয়ার একটা বিকল্প ভাবনা উত্থাপন করেন ও হাতে কলমে তা শেখানোর মাধ্যমে সহজেই কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তা বুঝিয়ে ও দেখিয়ে দেন উপস্থিত বিশিষ্ট জনেদের প্রতিআলোচনায় সভাটি তাৎপর্য মন্ডিত হয়ে ওঠে। শ্রী দে ঐ ক্যাম্পাসে পড়ে থাকা প্লাস্টিক জলের বোতল ও ছড়িয়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করে দৈত্য সম প্লাস্টিককে বোতল বন্দী করে রাখার উপায় বাৎলে দেন। ভিলেজের পরিচালক বর্গের অন্যতম সদস্য বিজ্ঞান কর্মী প্রকৃতি প্রেমী আশিস দাঁ ও আবাসনের চেয়ারপার্সন-জয়ন্ত সান্যাল, অভিজিত নাগ, কনকলতা মন্ডল-স্কুল টিচার, তাপস কুন্ডু -অবসর প্রাপ্ত ডিরেক্টর, কৃষি বিভাগ পঃ বঃ সরকার, জয়দেব দাস-আধিকারিক(ZSI) প্রমূখ বিশিষ্ট জনেরা। এই আলোচনা সভাকে সফল করতে সক্রিয় সহযোগী হিসেবে পাশে থাকেন। বলেন আগামী দিনে আবাসনের আরো ছোট বড়ো আবাসিকদের উপস্থিতিতে এমন অত্যন্ত প্রয়োজনীয় ও উপভোগ্য কর্মশিবির আবার আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।

প্লাস্টিক সমস্যা নিরসনে শ্রাচী ভিলেজের উদ্যোগ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment