৭৫ বর্ষ পূর্তি স্বাধীনতা দিবস পালন
দাবদাহ লাইভ, বারাসাত, বিশেষ প্রতিবেদকঃ উত্তর ২৪ পরগণা জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা শাসক শারদ কুমার দ্বিবেদী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয়। সরকারী পরিকল্পনার ও পরিষেবাগুলি উল্লেখ করে স্বাধীনতা দিবস শপথ নেওয়ার দিন বলে জানান। সুনাগরিক হওয়ার আহ্বান জানান।
উড়ন্ত নিশানই লক্ষ্য উন্নতির শিখর
রাস্তা-ড্রেন সংস্কার অগ্রাধীকার ব্যারাকপুরে - বিধায়ক রাজ চক্রবর্তী
উড়ন্ত নিশানই লক্ষ্য উন্নতির শিখর
উড়ন্ত নিশানই লক্ষ্য উন্নতির শিখর
রাস্তা-ড্রেন সংস্কার অগ্রাধীকার ব্যারাকপুরে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ বিধানসভায় জেতার পর বারাকপুর রেলওয়ে স্টেশন থেকে ১৫ নম্বর রেলগেট পর্যন্ত ঘোষপাড়া রাস্তাটিকে উন্নত মানের করিয়ে দেব বলে জানালেন বিধায়ক রাজ চক্রবর্তী। কেননা প্রত্যেক বছর শুনেছি এই রাস্তাতে হাটু ছাপিয়ে জল জমে থাকে; দীর্ঘদিন ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যান, পাবলিক, বাইক-স্কুটার আরোহী, সাইকেল যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে কোথায় গর্ত কোথায় খন্দ বা ড্রেন কেউ জানে না। সুতরাং রাস্তার দিকে খুবই উন্নত মানের করা হয়েছে এছাড়াও বারাকপুর স্টেশন এর আশপাশ সংলগ্ন যেসব দোকানপাট নোংরা আবর্জনা বিভিন্ন দিকে রয়েছে এই সমস্ত জায়গা গুলোকে সংস্কার করা হবে। বারাকপুর স্টেশন কে এবং ব্যারাকপুর শহরকে আরো সুন্দর ও নতুন রূপে উপহার দেওয়ার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ সরকারের আশীর্বাদে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি জানান এখনো অনেক পরিকল্পনা রয়েছে ধীরে ধীরে আমরা সেগুলো বারাকপুরবাসীকে উপহার দেব আগামীতে কি করব আর না করব এখনই তা প্রকাশ করবো না। মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো অভিনব এই উদ্যোগ যা সমগ্র মানুষের কাছে এক আনন্দের উপহার তুলে দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী এই কথা চিন্তা করে যে ব্যারাকপুর একটি ঐতিহাসিক জায়গা এবার ব্যারাকপুরের প্রচুর ইতিহাস বিজড়িত তাই ব্যারাকপুর কে আরো উন্নতির মাধ্যমে তুলে ধরাই হবে আমাদের লক্ষ্য। এই হাই মাস্ট এর নাম হয়েছে “উড়ন্ত নিশান” যা আরও উর্ধ্বে উঠবে, এগিয়ে চলবে রাজ্যের উন্নয়ন।
স্বাধীনতা দিবস পালন বারাসাতে
জেলা তৃণমূল কং কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
জেলা তৃণমূল কং কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
জেলা তৃণমূল কং কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা তুললেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ সকালে তৃণমূল কংগ্রেস অফিসে পতাকা তুললেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল সমর্থক এবং কর্মীবৃন্দ। জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন দেশকে স্বাধীন করতে গিয়ে বহু বীর শহীদ হয়েছেন। আজ তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল। আমরা যে স্বাধীনভাবে থাকতে পারছি তার মুল কৃতিত্ব এইসব বীর শহীদদের। যারা একটা মুহূর্তও তাদের লক্ষ থেকে পিছিয়ে যান নি। আজ তাদের শ্রদ্ধাঞ্জলি না জানালে তাদের প্রতি অন্যায় করা হবে। এদিন জেলা অফিসে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সমস্ত স্তরের তৃণমূল নেতৃত্বে। গতকাল থেকেই দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেতে উঠেছিল গোটা দেশ। আজ সকাল থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে গোটা পার্টি অফিসকে সাজিয়ে তোলেন।
আশাপুরে তৃনমূল কংগ্রেসের জাতীয় পতাকা উত্তোলন
আশাপুরে তৃনমূল কংগ্রেসের জাতীয় পতাকা উত্তোলন
দাবদাহ লাইভ, ডায়মন্ডহারবার, বাইজিদ মন্ডলঃ দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার-২ ব্লক আশাপুরের মোড়ে পালিত হলো ৭৫ বছর পূর্তি স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। পতাকা উত্তোলন করেন ডায়মন্ড হারবার-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিশিষ্ঠ আইনজীবী মাহবুবার রহমান গায়েন। এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কালীদাস প্রমাণিক,মাথুর অঞ্চলের উপপ্রধান প্রবীর পাত্র, অঞ্চল কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাড়া,বিশিষ্ট সমাজসেবী কার্তিক গাঙ্গুলি সহ আশাপুর সকল তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মাহবুবার রহমান গায়েন বলেন কেন্দ্রীয় সরকারের উপর একরাশ ক্ষোভ প্রকাশ করে বলেন এই দেশে সকল সম্প্রদের মানুষ নিজেদের জীবন বলিদান দিয়েছে এই দেশ স্বাধীন করেছে,এরা শুধু ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে রাজনীতি করার চেষ্টা করছে।যারা নিজেদের জীবন কে বলিদান দিয়ে দেশকে স্বাধীনতা করেছে তাদের কে শ্রদ্ধা ও সম্মান করে এই দিনটি পালন করা হচ্ছে।
বারাসাত প্রেস ক্লাবের ৭৫ তম বর্ষ পুর্তি স্বাধীনতা দিবস পালন
বারাসাত প্রেস ক্লাবের ৭৫ তম বর্ষ পুর্তি স্বাধীনতা দিবস পালন
রবীন্দ্র নাট্যসংস্থার স্বাধীনতা দিবস পালন
রবীন্দ্র নাট্যসংস্থার স্বাধীনতা দিবস পালন
রবীন্দ্র নাট্যসংস্থার স্বাধীনতা দিবস পালন
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে ১৫ আগস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে পালিত হলো “আজাদী কা অমৃত মহোৎসব”। ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সভাপতি তথা কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ মণ্ডল, মিহির চক্রবর্তী ও বিশ্বনাথ ভট্টাচার্য্য। গীতি আলেখ্য পরিবেশন করেন শিল্পী সেন ও অজানা বসু। আবৃত্তি পরিবেশন করে আলোকবর্তিকা ভট্টাচার্য, আইভী সান্যাল, নীলাদ্রি দত্ত এবং সুবীর চট্টোপাধ্যায়। সমবেত সঙ্গীত পরিবেশন করেন মেদিয়ার “মেঠোপথ” সঙ্গীত দলের শিল্পীবৃন্দ, তবলা সংগতে ইন্দ্রজিৎ নট্ট। নৃত্য পরিবেশন করে তিতলি পাল, প্রিয়ম বিশ্বাস, সরমা বৈদ্য, তিথি রায়, রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে দেশাত্মবোধক নৃত্য কোলাজ পরিবেশন করা হয়। নৃত্যে অংশ নেন স্মৃতি চক্রবর্ত্তী, রুমকি দে, শর্মিষ্ঠা রায়, দেবার্ঘ্য পাইক ও ঋতুপর্ণা মুখার্জী, নৃত্য পরিচালনা করে স্মৃতি চক্রবর্ত্তী। অনুষ্ঠান পরিচালনায় প্রদীপ ভট্টাচার্য অনন্য।
নিউজ এক নজরে
স্বাধীনতার ৭৫ বছরে নববারাকপুরে রক্তার্পণ উৎসব
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নববারাকপুরে রক্তার্পণ উৎসব
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নববারাকপুরে রক্তার্পণ উৎসব
দাবদাহ লাইভ, নববারাকপুর, অলোক আচার্যঃ নববারাকপুর ক্লাব সমন্বয় সমিতির উদ্দ্যোগে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নববারাকপুর পুরসভার ৯১ টি সামাজিক সংগঠন একত্রিত হয়ে রবিবার সকালে স্থানীয় জাগৃতি সংঘের প্রাঙ্গণে এক বিরাট রক্তাপর্ণ উৎসব। শুভ উদ্বোধন করেন সমিতির প্রধান উপদেষ্টা তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ সৌগত রায়, বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী, সমাজসেবী বানিব্রত চক্রবর্তী, অভিজিৎ নন্দী, গৌতম মজুমদার, কলকাতা কর্পোরেশনের ৮৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সৌরভ বসু, বিশ্বরূপ দে, আই এফ এ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বিশ্বজিৎ ভট্টাচার্য, মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, আইএএস নারায়ণ চন্দ্র সরকার, নববারাকপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিগন ও সমাজকর্মী রা।ক্লাব সমন্বয় সমিতির অন্যতম সভাপতি তথা পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা এবং সম্পাদক পুর প্রতিনিধি দেবাশিস মিত্র বলেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন মেলবন্ধন এই রক্তার্পণ উৎসব। কলকাতা এসএসকেএম হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক এবং মানিকতলা কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৭৩২ জন রক্তদান করেন এদিন। রামের রক্তে রহিম বাচবে এবং রহিমের রক্তে মাইকেল বাঁচবে। চাঁদে মানুষ পাঠাচ্ছে। কিন্তু রক্তের কোন বিকল্প তৈরি হয় নি। বিভিন্ন মনীষিদের স্মরণে উৎসর্গীকৃত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই রক্তার্পণ উৎসব। উপস্থিত সাংসদ থেকে বিধায়ক মন্ত্রী খোলোয়াড় সমাজকর্মীরা রক্তদান উৎসবের রক্তদাতাদের এবং সমন্বয় কমিটির সদস্যদের কৃতজ্ঞতা জানান। মাস্টারদা সূর্য সেন,ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম বসু, নেতাজী সুভাষ চন্দ্র বসু, প্রফুল্ল চাকী থেকে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মতো মহান মনীষির প্রতিচ্ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা-শ্রদ্বার্ঘ জানান।
ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানী হাই স্কুলে স্বাধীনতা দিবস পালন
ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানী হাই স্কুলে স্বাধীনতা দিবস পালন
ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানী হাই স্কুলে স্বাধীনতা দিবস পালন
বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্থানী বিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলিত করছেন
দাবদাহ লাইভ, শ্যামল করঃ ব্যারাকপুর ওয়েসলি হিন্দুস্তানী হাই স্কুলে স্বাধীনতা দিবস পালন। শিক্ষিকা-ছাত্রী সকলে মিলেমিশে এই দিবসের দিনে শপথ নিলেন। শপথের পর শারদ উৎসবের খুঁটি পুজোর উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী।
উল্লেখ্য, শিক্ষিকা তন্দ্রা দাসের প্রচেষ্টায় স্কুলের হেড টিচারের অনুপ্রেরণায় এই খুঁটি পুজো দীর্ঘ ৭ বছর ধরে হয়ে আসছে। আরও উল্লেখ করা যায় যে, গোপাল নারায়ণ গুপ্তা তিন বছর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বভার নেন।
উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয়।
User Review
88.67% (9 votes)

















