৭৫ বছরের ধ্বংসপ্রাপ্ত মার্কেটের ঠিকানা পার্ক সার্কাস ময়দান
দাবদাহ লাইভ, কোলকাতা, বিশেষ প্রতিবেদকঃ পার্ক সার্কাস মার্কেটের দোকানদারদের এখন থেকে ঠিকানা হতে চলেছে ময়দানের একাংশ। কোলকাতা নিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ময়দানের সবুজ নষ্ট না করে একটা বোঝা পড়ার মধ্যে সাময়িক ভাবে পার্ক সার্কাস ময়দানে ব্যবসা স্থানান্তর। যত দিন না বিল্ডিং পুনঃউন্নয়ন হয়। উল্লেখ্য, গত জুলাই মাসে এই বাড়ির একাংশ ভেঙে পড়ে ও দোকানদার সঙ্কটজনক আহত হয়। বিকল্প হিসাবে এই ব্যবস্থা বলে জানা যায়। ৭৫ বছরের এই ধ্বংসপ্রাপ্ত বাড়িটি পুরোপুরি সংস্কার করার নোটিশ দেয় এই নিগম। ফলে সে কাজের জন্য বিকল্প এই প্রস্তাব বলে জানা যায়।
নিউজ এক ঝলকে
দাবদাহ শিরোনাম
জেলার খবর এক নজরেঃ
January 22, 2026
|
No Comments
January 20, 2026
January 20, 2026
January 19, 2026
January 18, 2026
আর এক বার দেখা
৭৫ বছরের ধ্বংসপ্রাপ্ত মার্কেটের ঠিকানা পার্ক সার্কাস ময়দান
71.5%

























