জামাই ষষ্ঠীতেই গাছ ষষ্ঠী পূজা
দাবদাহ, অক্ষয় গুছাইত, তমলুক: প্রাচীন রীতি মেনে আজও জামাইষষ্ঠীর দিনে তমলুকে পুজো করা একটি অশ্বত্থ গাছকে। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পার্বতীপুর এলাকার চক্রবর্তী পরিবারের একটি অশ্বত্থ গাছে প্রায় ৪০০ বছর ধরে বংশ পরম্পরায় জামাইষষ্ঠীর দিন গাছ ষষ্ঠীর পূজা করা হয়। আগে এই পুজো চক্রবর্তী পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আশেপাশের সমস্ত মহিলারা এই পুজোয় অংশগ্রহণ করেন। জামাই ষষ্ঠীর দিন গাছের গোড়ায় ফলমূল মিষ্টি দিয়ে পুজো করা হয়। গাছের গোড়ায় পড়ানো হয় নতুন বস্ত্র। গাছে দেওয়া হয় দই এর ফোঁটা। সুতোতে হলুদ ও সিঁদুর মাখিয়ে সেই সুতো দিয়ে বেঁধে ফেলা হয় গাছটিকে। তারপর শুরু হয় পূজা। পুষ্পাঞ্জলী দেন মহিলারা। পুজো শেষে এই গাছে বাঁধা সুতো মঙ্গলের জন্য বেঁধে দেওয়া হয় বাড়ির জামাই ও ছেলেদের হাতে। প্রতিবছরের মতো এ বছরও চিরা চরিত ঐতিহ্য মেনে পালন করা হল গাছ ষষ্ঠী। চক্রবর্তী পরিবারের এক পুত্রবধূ নীলাঞ্জনা চক্রবর্তী জানান, জামাইষষ্ঠীর দিন সকাল থেকেই আমাদের এই প্রাচীন অশ্বত্থ গাছকে কাপড় পরিয়ে দেওয়া হয়। ফল,ফুল, দই, পায়েস দিয়ে আমরা সবাই পুজো দিই। আমাদের খুব ভালো লাগে। পরিবারের অন্য এক সদস্যা রেখা চক্রবর্তী বলেন, সবাই জামাইষষ্ঠীর দিন বাবার বাড়ি গেলেও আমরা কখনোই এই পুজো ছেড়ে যাই না। বাড়ির ছেলে ও জামাইয়ের মঙ্গল কামনায় চক্রবর্তী পরিবারের মহিলারা সহ আশেপাশের স্থানীয় এলাকার সমস্ত মা-বোনেরা এই পুজোয় অংশগ্রহণ করেন।
নিউজ এক ঝলকে
জামাই ষষ্ঠীতেই গাছ ষষ্ঠী পূজা
96%

















