৩ দিন ব্যাপী হাবড়া নান্দনিক উৎসব
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তীঃ উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া নান্দনিক নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় ১৮ই মার্চ গোবরডাঙ্গার সংস্কৃতি কেন্দ্রে শুরু হল তিনদিনের নাট্যোৎসব। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন হাবড়ার পৌরপ্রধান নারায়ণ সাহা, নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, আশিস দাস, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রেমেশ্বর বাড়ই, নান্দনিকের কর্ণধার দেবব্রত দাস সহ অন্যান্যরা। সম্মিলিত ভাবে মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নান্দনিক উৎসব-এর শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। তিনদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের মোট ৬টি নাটক ও সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানান দলের অন্যতম সদস্য তিমির বিশ্বাস। তিমিরবাবু আরও জানান, “এলাকার সুষ্ঠ সংস্কৃতি চর্চায় আমাদের সংগঠন দীর্ঘদিন থেকে নিরলস ভাবে কাজ করে চলেছে। আগামীতেও জনকল্যাণে আমরা সম্মিলিত ভাবে অগ্রণী ভূমিকা রাখবো৷ সমাজে ভালো নাটক উপহার দেব”৷ নাট্যদলের পক্ষ থেকে আলোক শিল্পী গৌতম সরকারকে এবারের নান্দনিক সম্মান প্রদান করা হয়৷ প্রারম্ভিক এই অনুষ্ঠানকে ঘিরে নাট্যমোদী দর্শক সাধারণের মধ্যে ব্যপক উদ্দীপনা পরিলক্ষিত হয়।








