৩১তম দামোদর মেলা
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার আমতা থানার রসপুর ফুটবল মাঠে অগ্রগতির আয়োজনে ৩১তম দামোদর মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী জাভেদ খান। এলাকার বিধায়ক ডক্টর নির্মল মাঝি, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমেশচন্দ্র পাল, এলাকার প্রধান জয়ন্ত পল্লে, আমতা থানার ওসি অজয় কুমার সিং, অগ্রগতির সম্পাদক তপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন মুস্তাক আলী মন্ডল ও অতনু মন্ডল, সাত দিনের এই মেলায় রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষামূলক স্টল সহ হাজারো বিকি কিনি সম্ভার নিয়ে বিক্রেতারা উপস্থিত হয়েছেন। এই মেলার প্রতিদিনই থাকছে সংস্কৃতিক ও সচেতনমূলক অনুষ্ঠান
৩১তম দামোদর মেলা
0%








