২০ তম পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, সুমাল্য মৈত্রঃ প্রতি বছরের মতো এবারও মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে মধ্যমগ্রাম পৌরসভা পরিচালিত কুড়ি তম পরিবেশ সচেতনতা মেলা দু হাজার পঁচিশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, অশোক নগরের বিধায়ক ও উত্তর চব্বিশ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, নজরুল ইসলাম, সি আই সি অরবিন্দ মিত্র, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, মধ্যমগ্রাম থানার ওসি সতিনাথ চট্টোরাজ, বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জী, নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার সমস্ত কাউন্সিলররা। অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সচেতনতা মেলার পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত অতিথিদের হাতে গাছ , উত্তরিয় ও ব্যাগ তুলে দিয়ে সন্মানিত করা হয় । বিভিন্ন অতিথিরা তাদের বক্তব্যে এই মেলার গুরুত্ব ও তাৎপর্যতা ব্যাখ্যা করেন। এই মেলায় আছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন স্টলও। মেলা চলবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত।
নিউজ এক ঝলকে
২০ তম পরিবেশ সচেতনতা মেলার উদ্বোধন
77%

















