১৬তম বর্ষ হাওড়া জেলা শিশু মেলা
দাবদাহ লাইভ, হাওড়া, বাবু হকঃ হাওড়া জেলার রাজাপুর থানার তুলসীবেড়িয়া, পার পিপল এ্যাসোসিয়েশন ফর রিডিং এর আয়োজনে, তুলসীবেড়িয়া ফুটবল মাঠে, হাওড়া জেলা শিশু প্রতিভার সেরা লড়াই উনিশতম বর্ষ, তুলসীবেড়িয়া শিশু উৎসব ও শিশু মেলার প্রস্তুতি চলছে জোরদার বলে জানান সম্পাদক রগনাথ কোঁড়া। তিনি বলেন আগামী উনিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর, তিন পৌষ থেকে দশ পৌষ পর্যন্ত আট দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হবে। থাকছে হাজারো বিকিকিনির সাথে দোলনা, ঝোলন, শিশু ও নারী, সকলের মনের মত নানান ধরনের শিক্ষা, স্বাস্হ্য, সচেতনতামূলক কার্যক্রম, সেবা প্রদান পরিসেবা সহ আরো অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব কমিটির সভাপতি মহানন্দ হাজরা জানান, মেলায় নানান অতিথি আসবেন ও প্রতিদিন থাকবে সাংষ্কৃতিক অনুষ্ঠান।








