হেরোইন সহ গ্রেফতার ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ হেরোইন বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ে দু’জন। উদ্ধার হয় হেরোইন। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার অশোকনগর থানার অন্তর্গত হিজলিয়া ভ্যাট এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সূত্র মারফত থানায় খবর আসে এই মর্মে, যে সোমবার রাতে হিজলিয়া ভ্যাট এলাকায় হেরোইন বিক্রির উদ্দেশ্যে আসবে এক ব্যাক্তি। খবর পেয়ে সূত্র অনুযায়ী ওই রাতে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে ওই এলাকা সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়। হেরোইন কারবারিকে ধরতে ওত পেতে অপেক্ষায় থাকে পুলিশ। এরপর দুই ব্যাক্তি উক্ত এলাকায় পৌঁছালে অভিযান চালায় পুলিশ। পুলিশের জালে ধরা পড়ে দু’জন। উদ্ধার হয় ২৫৬ গ্রাম হেরোইন। এরপর হেরোইন বিক্রেতা আমডাঙা থানার আধহাটা গ্রামের মেঠোপাড়া এলাকার বাসিন্দা আজাহার মোল্লা ও ক্রেতা অশোকনগরের মাটিয়াগাছা এলাকার বাসিন্দা মফিজুল গাজী নামে দু’জনকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। হেরোইন এর পাশাপাশি এই কাজে ব্যবহৃত একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। হেরোইন বিক্রেতা আজাহার মোল্লা মুর্শিদাবাদ ও মালদা থেকে হেরোইন এনে অশোকনগর, হাবরা, আমডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলেও জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, অশোকনগর থানার পক্ষ থেকে ধৃতদের মঙ্গলবার দুপুর একটা নাগাদ বারাসাত আদালতে পেশ করা হলে, আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে উঠে এসেছে নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।

















