হিন্দি প্রকোষ্ঠের রবীন্দ্র জয়ন্তী পালন
দাবদাহ লাইভ, বিরাটী, সংবাদদাতা: উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে নিমতা ডাক্তারবাগান দলীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে রবীন্দ্র জয়ন্তী। এলাকার ছোট শিশু শিল্পী ও মহিলারা সন্মিলিত সংগীত, নৃত্য আবৃত্তি পরিবেশন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। ছিলেন হিন্দি প্রকোষ্ঠের উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক শর্মা, অমিত গুপ্তা, পুষ্পিতা শর্মা, রবি শর্মা, পুর প্রতিনিধি শংকর দাস সহ বিশিষ্ট জনেরা। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন সমাজের বুকে বাচ্চাদের প্রতিষ্ঠিত করতে গেলে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো মনীষিদের জানতে হবে পড়তে হবে। শুধু উত্তর দমদম কিংবা জেলা নয় সারা বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হচ্ছে। বাঙালি জাতিকে বিশ্বকবি গর্বিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বত্র ঋষি মনীষিদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হচ্ছে। স্থানীয় শিল্পী কলাকুশলিরা নাচে গানে কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
জেলার খবর
হিন্দি প্রকোষ্ঠের রবীন্দ্র জয়ন্তী পালন
0%


















