Banner Top

হিন্দি প্রকোষ্ঠের রবীন্দ্র জয়ন্তী পালন 

                                                                                               দাবদাহ  লাইভ, বিরাটী, সংবাদদাতা:  উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে নিমতা ডাক্তারবাগান দলীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তীতে রবীন্দ্র জয়ন্তী। এলাকার ছোট শিশু শিল্পী ও মহিলারা সন্মিলিত সংগীত, নৃত্য আবৃত্তি পরিবেশন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। ছিলেন হিন্দি প্রকোষ্ঠের উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক শর্মা, অমিত গুপ্তা, পুষ্পিতা শর্মা, রবি শর্মা, পুর প্রতিনিধি শংকর দাস সহ বিশিষ্ট জনেরা। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন সমাজের বুকে বাচ্চাদের প্রতিষ্ঠিত করতে গেলে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো মনীষিদের জানতে হবে পড়তে হবে। শুধু উত্তর দমদম কিংবা জেলা নয় সারা বিশ্ব জুড়ে রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হচ্ছে। বাঙালি জাতিকে বিশ্বকবি গর্বিত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বত্র ঋষি মনীষিদের জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হচ্ছে। স্থানীয় শিল্পী কলাকুশলিরা নাচে গানে কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

জেলার খবর

জাল নথি সহ গ্রেফতার ২ বাংলাদেশী

জাল নথি সহ গ্রেফতার ২ বাংলাদেশী

                                            দাবদাহ লাইভ,  বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  ভারত সরকারের নির্দেশ অনুযায়ী পাকিস্তান ও বাংলাদেশ থেকে  কোনও নাগরিক যাতে ভারতে প্রবেশ বা প্রস্থান করতে না পারে, সেদিকে লক্ষ্য রেখেই সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে বাড়ানো হয়েছে পাহারা। কিন্তু তারই মধ্যে বাংলা তথা ভারতে প্রবেশ ও বসবাস করার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় বিএসএফ ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে চলেছে পৃথক দেশের বাসিন্দারা। নেপথ্যে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। এবার গোপন সূত্রের ভিত্তিতে হাবরা থেকে ২ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে পুলিশ। অবৈধভাবে বাংলায় প্রবেশের পর পরিচয়পত্র তৈরী করে বছর খানেক বসবাস করার পরও শেষ রক্ষা হল না। পুলিশের হাতে গ্রেফতার হয় তাঁরা। উদ্ধার হয় বেশ কিছু ভুয়ো নথি। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানা সংলগ্ন সৃটাফ কোয়ার্টার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সূত্র মারফত থানায় খবর আসে এই মর্মে যে, স্থানীয় স্টাফ কোয়ার্টার এলাকায় অবৈধভাবে বাংলাদেশীরা রয়েছে। সূত্র অনুযায়ী শুক্রবার সকালে হানা দিয়ে বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী এলাকার বাসিন্দা ২৭ বছরের বিন্ত কুমার সাহা ও বাংলাদেশের চাঁদপুর জেলার বাগেরী থানার চর মাসি গ্রামের বাসিন্দা ২৮ বছরের হরিপ্রসাদ দাস নামে ২ যুবককে গ্রেফতারের পাশাপাশি তাঁদের কাছ থেকে বেশ কিছু জাল নথিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা বছরখানেক আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দালাল মারফত এপার বাংলায় প্রবেশ করেছিল। ধৃতদের মধ্যে একজন ভুয়ো নথি দিয়ে সেই দালাল মারফতই ভারতের পরিচয়পত্র তৈরী করে। আর একজন ভারতীয় নথি তৈরীর চেষ্টায় ছিল। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাবড়া থানার পক্ষ থেকে ধৃতদের  বারাসাত মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের নিজেদেের হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

হিন্দি প্রকোষ্ঠের রবীন্দ্র জয়ন্তী পালন 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment