হাসপাতাল স্থায়ী-অস্থায়ী কর্মীদের লাগাতার কর্মবিরতি
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সোমবার থেকে আন্দোলনে নামল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী নিরাপত্তা কর্মীদের পাশাপাশি অস্থায়ী স্বাস্থ্যকর্মীরাও। এদিন সকাল থেকে এই কর্মবিরতির জেরে বিঘ্নিত হয় হাসপাতালে বিভিন্ন পরিষেবা। জানা গেছে তাদের এই কর্ম বিরতির জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগ থেকে শুরু করে আউটডোর এবং জরুরি বিভাগের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন রোগী এবং রোগীর প্রয়োজনরা। অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপি ডাক্তার পুরঞ্জয় সাহা আশ্বাসে অস্থায়ী নিরাপত্তা কর্মী ও অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা আন্দোলন থেকে সরে দাঁড়ালেন। মালদা মেডিকেল কলেজের এবিএসভিপি ডাক্তার পুরজ্ঞয় সাহা জানান আজ সকাল থেকে অস্থায়ী কর্মী ও অস্থায়ী নিরাপত্তা কর্মীরা কাজ বন্ধ রেখে তারা আন্দোলনে নেমেছিলেন। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনের সাথে কথা বলেছেন। তাদের বকেয়া টাকা বেতন তারাতারি দেওয়া হবে এমনই একটা অর্ডার এসেছে। আর এই আশ্বাস পেয়েই আন্দোলনকারীরা তাদের আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। এরফলছ আগের মতই তারা তাদের কাজকর্ম শুরু করে দিয়েছেন। আগের মতই হাসপাতালে কাজকর্ম স্বাভাবিক অবস্থায় চলছে।


















