হায়না বাঘের আতঙ্ক পাঁশকুড়ায়
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পাঁশকুড়া: সোমবার ভর সন্ধ্যেবেলায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ১ ব্লকের চৈতন্যপুর-২ অঞ্চলের হরিনারায়ণচক গ্রামের ক্ষুদিরাম সেতুর নিকট রিভার পাম্পের কাছের এলাকায় ছড়িয়ে পড়ল হায়না বাঘের আতঙ্ক। কংসাবতী নদীর তীরে ঘন লতাপাতার জঙ্গলে দুটি বাঘ-সদৃশ অজানা জন্তুর দেখা মেলে। পথ চলতি মানুষের চিৎকারে কৌতুহলী জনতার ভিড় জমে যায়। অনেকেই লাঠিসোঁটা হাতে বের হয়। হিংস্র প্রাণী দুটির আক্রমনে মানুষ ও গবাদি পশুর প্রাণ সংশয়ের সম্ভাবণা, অপর দিকে প্রানী দুটির প্রাণ সংশয়ের সম্ভাবনা। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীদের কেউ কেউ বলছেন প্রাণী দুটি চিতাবাঘ, কেউ বলছেন হায়না, কেউ বলছেন ভাম বিড়াল। তবে প্রাথমিক ভাবে হায়না বলেই মনে করছে এলাকার মানুষ। বন দপ্তরে খবর দেওয়া হয়েছে। সাম্প্রতিক কালে এই অঞ্চলে হায়নার অস্তিত্ব চোখে পড়েনি এলাকার মানুষের। তবে ত্রিশ চল্লিশ বছর আগে এই অঞ্চলের পাটক্ষেত, আগাছা জঙ্গলে হায়না বাস করত বলে জানিয়েছেন প্রবীন ব্যক্তিরা। খাদ্যের সন্ধানে হায়নারা কংসাবতী নদীর তীর বরাবর এতদঅঞ্চলে পাড়ি দিলেও দিতে পারে বলে মনে করছে এলাকার মানুষ। এলাকার মানুষের দাবী , অবিলম্বে বন দপ্তর উপযুক্ত ব্যবস্থা গ্রহন করে এলাকার মানুষের আতঙ্ক দূর করুক।
হায়না বাঘের আতঙ্ক পাঁশকুড়ায়
0%

















