হাবড়া গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ
দাবদাহ লাইভ, হাবরা, হিরণ্ময় চক্রবর্তী: গণদীপায়ন অগ্নিবীণা স্পোটিং ক্লাবের পরিচালনায় ৩দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা, হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অসীম পাল, হাবড়া ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সাহা, সমাজসেবী কল্যাণব্রত দত্ত, নরোত্তম বিশ্বাস, গাইঘাটা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব দাস, ধর্মপুর-অঞ্চলের উপ-প্রধান অতুল দে, প্রসেনজিৎ পোদ্দার, সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা। সকল অতিথিদের কমিটির পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। গত ১৪ই আগস্ট কন্যাশ্রী দিবসে ৮ দলীয় মহিলা ফুটবল টিমের মধ্যে দিয়ে এই প্রীতি ফুটবলের শুভ সূচনা হয়৷ ঐ দিন চূড়ান্ত পর্বের খেলায় ক্যানিং তাড়দহ রানার্স এবং দত্তপুকুর জাগৃতি সংঘ জয়লাভ করে। একই ভাবে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে রকমারি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই খেলায় আদিত্যপ্লাই বন্ধু সংঘ রানার্স এবং বারুইপুর নেতাজি স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। সবশেষে ১৬ আগস্ট ৪০ ঊর্ধ্ব বর্ষীয়ানদের ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি হয়। হাটথুবা হরিসভা বয়েজ ক্লাব গাইঘাটা নরোত্তম একাদশ টিমকে ১-০ গোলে হারিয়ে সেরার শিরোপা অর্জন করে। উৎসবে সকল বিজয়ী টিম এবং বিজিত টিমকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে ট্রপি তুলে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে এলাকার সকল ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
































