হাবরায় বেহাল রাস্তা সরানোর দাবি স্থানীয়দের
দাবদাহ লাইভ, হাবরা, বৈশাখী সাহাঃ দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় থাকা রাস্তা অবিলম্বে সারাই এর দাবি জানায় স্থানীয় বাসিন্দারা। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহাকুমার হাবরার এক নম্বর ব্লকের পৃথীবা পঞ্চায়েতের ৩৩ ও ৩৪ নম্বর পাটে থাকা যাতায়াতের একেবারে অনুপযুক্ত, খানাখন্দে ভরা একটি রাস্তার দৃশ্য উঠে আসে সংবাদমাধ্যমের সামনে। স্থানীয় সূত্রে জানা যায় ইটের তৈরি ওই রাস্তা দিয়ে শিশু থেকে বৃদ্ধ সবাই যাতায়াত করেন। পাশাপাশি দুই থেকে তিন চাকার যানবাহনও চলাচল করে ওই রাস্তা দিয়ে। দীর্ঘদিন যাবৎ ওই রাস্তা ভগ্নদশা অবস্থায় পড়ে থাকার জন্য প্রায়শই ঘটে চলেছে ছোট বড়ো দূর্ঘটনা। রাস্তায় থাকা ছোট-বড় গর্তগুলি বর্ষার জলে ভরে গেলে বিপুল সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও স্থানীয়দের কেউ রাতের বেলা অসুস্থ হয়ে পড়লে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় কোনো ভ্যান, টোটো ঢুকতে চায়না ওই এলাকায়। ভগ্নদশা অবস্থায় পড়ে থাকা রাস্তাটি সারানোর দাবি নিয়ে বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি অবিলম্বে রাস্তাটি সারানোর ব্যাবস্থা করুক প্রশাসন। পৃথীবা পঞ্চায়েত এলাকায় থাকা খানাখন্দে ভরা রাস্তায় বর্ষার জল জমে নাজেহাল মানুষের রাস্তা সারাইয়ের দাবি প্রসঙ্গে ৩৩ ও ৩৪ নম্বর পাটের পঞ্চায়েত সমিতির সদস্য হাসি সিকদার জানান, রাস্তাটি অনেক বড়। জেলা পরিষদ থেকে রাস্তা মেরামত করার সমস্ত বন্দোবস্ত করা হবে। তবে এই মুহূর্তে মেরামতের কাজ শুরু না হলেও, রাস্তাটি শীঘ্রই মেরামত করা হবে বলে জানান তিনি।









