হাবরায় প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীকোন্দল
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উওর ২৪ পরগনাঃ গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় বিজেপির এক গোষ্ঠী। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার হাবরা রেল স্টেশন সংলগ্ন বিজেপির কার্য্যালয়ে ঘটনাটি ঘটে। বিজেপি কর্মীদের কথায়, দীর্ঘদিন যাবত হাবরা অঞ্চলে সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চলছিল দ্বন্দ্ব। তাদের দাবি ছিল একটি মিটিং এর মাধ্যমে সভাপতি নির্বাচন করা হোক। কিন্তু বিজেপির জেলা নেতৃত্ব এ বিষয়ে কোনো কর্ণপাত না করায় বিভিন্ন সময়ে মোবাইলে তাদের গ্রুপ মারফত সভাপতি নির্বাচনের বিষয়টি তারা জানতে পারে। ফলে ক্ষোভে ফুঁসছিল তারা। পুনরায় জেলা নেতৃত্বের উপস্থিতিতে মিটিং মারফত সভাপতি নির্বাচনের আর্জি জানানো সত্বেও এদিন মোবাইল মারফত নব নির্বাচিত সভাপতির নাম জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির অপর গোষ্ঠী। তারা নব নির্বাচিত সভাপতিকে মানতে পারবে না বলে সাফ জানায়। ফলে অফিস কার্য্যালয়ের মধ্যেই শুরু হয় দুই গোষ্ঠির মধ্যে কোন্দল, ভাঙচুর। শেষমেশ ক্ষিপ্ত হয়ে এদিন সন্ধ্যায় হাবরার বিজেপি কার্য্যালয়ে শাটার নামিয়ে তালা বন্ধ করে দেয় বিজেপির অপর গোষ্ঠী। স্বভাবতই প্রকাশ্যে আসে বিজেপির অন্তর্কলহ। তাদের দাবি জেলা নেতৃত্বদের উপস্থিতিতে তাদের পছন্দের ব্যাক্তিকে সভাপতি করতে হবে। নইলে কার্য্যালয় বন্ধ থাকবে। সভাপতি নির্বাচনকে ঘিরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গে কটাক্ষ করে হাবরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হাবরা পৌরসভার উপ-প্রধান সিতাংশু দাস বলেন, সারা দেশ জুড়েই বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, হাবরা তার ব্যাতিক্রম নয়। তিনি এও বলেন যে, বিজেপি দলটাতে সবাই নেতা। যেখানে এক সভাপতি নির্বাচন নিয়ে প্রকাশ্যে এসেছে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র, সেখানে আগামী লোকসভায় তারা হারবে বলে দাবি করেন তাঁর।

















