Banner Top

হাবড়া সুর লহরী’র জন্মজয়ন্তী পালন

                                                দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: ‘গীতং বাদ্যং তথা নৃত্যম্ ত্রয়ম্ সংগীতমুচ্যতে।’ আর আর্য ঋষিদের ভাষায় ‘সুরব্রহ্ম’। এই সুরকে আশ্রয় করেই হাবড়ার তোমার আমার সুর লহরী’র পথচলা। ৩ ফেব্রুয়ারী এই সংগীত শিক্ষালয়ের জন্মজয়ন্তী উপলক্ষে ‘রাগে- ছন্দে- সুরে ও গানে, প্রণমি আজি গুরু চরণে।’ — শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। হাবরা ১ নং বিডিও অফিসের কন্যাশ্রী সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হাবড়ার পুর প্রধান নারায়ণ সাহা, প্রখ্যাত সঙ্গীত সাধক অজয় চক্রবর্তী ও দেবব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। সুর লহরীর কর্ণধার জয়দেব নট্ট বলেন, ‘সংগীতের ওপর কোনো বিদ্যা নেই। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি গুরুধরে সংগীতের তালিম নিলে চৈতন্যের স্বাদ আস্বাদন করতে পারবে।’ পিংকি ভট্টাচার্য, বিপ্রজিৎ সরকারের মতো সুর লহরীর এক ঝাঁক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উৎসাহ- সহযোগিতায় এ দিনের অনুষ্ঠান অঙ্গন প্রাণবন্ত হয়ে ওঠে।  

হাবড়া সুর লহরী'র জন্মজয়ন্তী পালন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment